হঠাৎ করেই অকেজো হয়ে গেছে জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ ‘ইমো’। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৪টার পর থেকেই মূলত এ সমস্যা শুরু। এ দিন বিকেলের পর থেকে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এই অ্যাপটির মাধ্যমে। শুধু বাংলাদেশ নয়, ভারতসহ আরো কিছু দেশেও একই অবস্থা বিরাজ করছে।

নিয়মিত ইমো ব্যবহারকারী নুর মোহাম্মদ মিঠু বলেন, আমার ভাই দুবাই প্রবাসী সফিউল আলমের সাথে ইমোর মাধ্যমেই আমরা যোগাযোগ করতাম। কিন্তু আজ বিকেল থেকে আর কোনোভাবেই ইমোতে যোগাযোগ করা যাচ্ছে না। সমস্যা কোথায়, তা বুঝতেও পারছি না।

তবে ইমো কর্তৃপক্ষ এক টুইটবার্তায় জানায়, সেটিংসের কাজ চলায় সাময়িকভাবে ইমো ব্যবহারকারীদের সমস্যা হবে। খুব কম সময়ের তা সমাধানের চেষ্টা করছেন বলেও ব্যাবহারকারীদের আশ্বস্ত করেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইমো কর্তৃপক্ষের টুইট বার্তাটি প্রচারিত হয়েছে।