বিয়ানীবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধ তমছির আলীর (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৩১ মে) বিকালে সাড়ে ৪টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর (মাজরপট্রি) গ্রামের স্থানীয় মসজিদে জ্জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে নিহত বৃদ্ধের জানাজার নামাজ ও দাফন কাজে সার্বিক সহযোগিতা করেন কওমী মাদ্রাসা ও কলেজ পড়ুয়া একদল সেচ্ছাসেবী। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আবু ইসহাক আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মৃতের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। আক্রান্তের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা। এছাড়া আক্রান্তের পরিবারের সকল সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনা ‘পজিটিভ’ শনাক্ত হওয়া বৃদ্ধ তমছির আলী রবিবার (৩১ মে) সকাল ১০টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে শনিবার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-