স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য যুক্তরাজ্যে পাড়ি দিয়েছেন ইন্টারন্যাশনাল রোবোটিক চ্যালেঞ্জ ক্যাটাগরিতে দেশসেরা নির্বাচিত হওয়া নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের টিম এনইইউবি মেগাট্রনের অন্যতম সদস্য মনসুর আহমদ। উচ্চতর ডিগ্রী অর্জনের লক্ষ্যে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করে রাত ৯টায় সেখানে পৌছান।

মনসুর আহমদ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ওপর উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। এর আগে মনসুর নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। মনসুর আহমদের বাড়ি উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাপুর গ্রামে। তার বাবার নাম মতিউর রহমান। তিনি সকলের দোয়া প্রার্থী।

এদিকে, মনসুর আহমদের যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে গত সোমবার সন্ধ্যায় তাকে সংবর্ধনা প্রদান করেছে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি। এসময় সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গ্রামের মুরব্বীরা উপস্থিত ছিলেন।