বিয়ানীবাজার উপজেলাসহ পুরো সিলেট জেলায় আগামী দুইদিন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। অটোরিকশা মালিক চালক সমিতি দুইদিন অটোরিক্সা চলাচল বন্ধের ঘোষণা দেন। অটোরিক্সায় গ্রিল সংযোজন বাতিলের দাবিতে এ সিদ্ধান্ত নেন মালিক-চালক সমিতি।

আগামীকাল সোমবার ২১ ডিসেম্বর এবং পরদিন মঙ্গলবার ২২ ডিসেম্বর অটোরিকশা চলাচল বন্ধ থাকার ঘোষণায় সাধারণ যাত্রীদের বিড়ম্বনা পোহাতে হবে।

জানা যায়, সিএনজি অটোরিকশায় গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মান সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটো টেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতি দুইদিন অটোরিকশা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ ও সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ২০৯৭।

গ্রিল সংযোজনের দাবী বাতিল না করলে ২১ ও ২২ ডিসেম্বর অটোরিকশা সিএনজি মালিক ও শ্রমিকদের কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যে দাবী বাস্তবায়ন না হলে ২৩ ডিসেম্বর থেকে সিএনজি অটোরিকশা মালিক সমিতির পক্ষ থেকে পরবর্তী কর্মসূচী দেয়া হবে।

ইউপি নির্বাচন নিয়ে 'এবিটিভি'র বিশেষ আয়োজন ‘ভোটের হাওয়া’।। ৭ম পর্বে শেওলা ইউনিয়ন