সুনামগঞ্জের সদর উপজেলার জানিগাঁও এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ডুবে গেছে। মঙ্গলবার  (২১ জুলাই) বেলা ১১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

বাসে ২৫ জন যাত্রী ছিল। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ২১ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তাদের ভাগ্যে কী ঘটেছে জানা যায়নি।  উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, ২৫ থেকে ২৬ জন যাত্রী বাসটিতে ছিলেন। এদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন। করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়ার কথা রয়েছে।

সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা বলেন, আমি ঘটনাস্থলে আছি। কয়েকজন উঠতে পারলেও অনেক লোকজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলছে। সাঁতরে ওঠে আসাদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুধ নিয়ে বিপাকে বিয়ানীবাজারের খামারীরা