সিলেট সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থবছরের জন্য ৭৮৯ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে আয় ও সমপরিমাণ ব্যয় দেখানো হয়েছে।  রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলের হলরুমে আয়োজিত অধিবেশনে বাজেট ঘোষণা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সিল্লেট সিটি কর্পোরেশনে গত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছিল ৭৪৮ কোটি ৬৪ লাখ  ৪০ হাজার টাকা। যা চলতি অর্থবছরে বেড়ে প্রায় ৪১ কোটি টাকা কম।

বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো- হোল্ডিং ট্যাক্স ৪৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর ৮ কোটি ৫০ লাখ টাকা, ইমরাত নির্মাণ ও পুনঃনির্মাণের উপর কর ২ কোটি টাকা, পেশা ব্যবসার উপর কর ৬ কোটি ৫০ লাখ টাকা, বিজ্ঞাপনের উপর কর ১ কোটি ২০ লাখ টাকা, বিভিন্ন মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফি বাবদ ২৫ লাখ টাকা প্রভৃতি। এছাড়া সরকারি উন্নয়ন সহায়তা মঞ্জুরী খাতে ২০ কোটি টাকা, সরকারি বিশেষ উন্নয়ন সহায়তা মঞ্জুরী খাতে ১০ কোটি টাকা, সিলেট মহানগরীর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে ২০০ কোটি টাকা আয় দেখানো হয়েছে।

বাজেটে উল্লেখ্যযোগ্য ব্যয়ের খাতগুলো হলো- রাজস্ব খাতে ৬৭ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। এছাড়া অবকাঠামো খাতে ৫২ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

কর নির্ধারক চন্দন দাশের সঞ্চালনায় বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সময় টিভির বিশেষ প্রতিনিধি ইকরামুল কবীর ইকু, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ চন্দ্রনাথা নন্দ, প্রমুখ।

এছাড়াও এসময় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃ্ন্দসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



“বিয়ানীবাজার উপজেলার প্রথম ২৪ ঘন্টার টেলিভিশন ABtv’ র অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দেখতে থাকুন প্রতিদিনকার বিয়ানীবাজারের ঘটনাপ্রবাহ”নিচের লিঙ্কটি ক্লিকের মাধ্যমে সহজেই সাবস্ক্রাইব করতে পারবেন ABtv
Subscribe: http://bit.ly/2OOvJad