সিলেট শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। প্রাপ্ত ফলাফলে এবার সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৩ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৫৭ জন। এরমধ্যে ছেলের সংখ্যা ১ হাজার ৪২৬ এবং মেয়ের সংখ্যা ১৩৩১। গতবছর পাসের হার ছিল ৭০ দশমিক ৪২ এবং জিপিএ-৫ এর সংখ্যা ছিল ৩১৯১।

এবারের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ৮৯৬টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ২২টি স্কুলের পাসের হার শতভাগ। অর্থাৎ এসব স্কুলের সকল পরীক্ষার্থী পাস করেছে।

সিলেট বোর্ডে এবার ১ লক্ষ ১৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ১০৫ জন ও ছাত্রী ৬৪ হাজার ৬৬ জন। এর মধ্যে পাস করেছে ৮০ হাজার ১৬২ জন।

কোন শিক্ষার্থীই পাশ করেনি বা শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য এমন কোন শিক্ষাপ্রতিষ্ঠান এবার সিলেটে নেই।

এবছর বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৫৬৭ এবং পাসের হার ৯৪ দশমিক ১৭, মানবিক বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ হাজার ২১৫ এবং পাসের হার ৬৩ দশমিক ০৫ ও ব্যাবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৩৮৯ এবং পাসের হার ৭৭ দশমিক ২৫।