সিলেট নগরীর শাহী ঈদগাহ থেকে ২৫ পিস ইয়াবাসহ মো. রতন মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)।

শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ পরিদর্শক রমিজ আহমদের নেতৃত্বে এসআই(নি.) আবু রায়হান নূর, এসআই(নি.) উত্তম রায় চৌধুরী, এএসআই(নি.) গিয়াস উদ্দিন, এএসআই(নি) গোলাম কিবরিয়াসহ ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব শাহী ঈদগাহ টিবি গেইট এলাকা থেকে তাকে আটক করে।

আটক যুবক ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাসপুর গ্রামের (বর্তমানে- আরামবাগ হাজী সাহেবের বাসা) সুরুজ মিয়ার ছেলে।

প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ জানায়, আটক রতন পেশাদার মাদক ব্যবসায়ী। সে জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা পাইকারী দরে ক্রয় করে ঘটনাস্থলসহ আশপাশ এলাকায় খুচরা দরে বিক্রি করে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এছাড়া সে কোতয়ালী মডেল থানায় অপর আরেকটি মামলার আসামি বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের।

বিয়ানীবাজারে দেউলগ্রাম ওয়েল ফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ