সিলেটে ‘করোনা হাসপাতাল’ বলে পরিচিতি পাওয়া ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ৩৬জন করোনা রোগী চিকিৎসাধীন। আরও ২৬ জন আছেন করোনা সন্দেহজনক। করোনা সংশ্লিষ্ট এই মোট ৬২ জন রোগী এ হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে শামসুদ্দিন হাসপতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র আজ মঙ্গলবার সিলেটভিউ২৪-কে জানান, বর্তমানে হাসপাতালটিতে করোনা রিলেটেড রোগী ভর্তি আছেন ৬২ জন। এর মধ্যে ৩৬ জন করোনা রোগী, আর বাকি ২৬ জনের মধ্যে এ ভাইরাসের সকল উপসর্গ বিদ্যমান।

তিনি বলেন, এর মধ্যে আবার ৫ জনের অবস্থা গুরুতরভাবে খারাপ। এই ৫ জনের প্রায় সবারই ডায়াবেটিস, হৃদরোগ, শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যা প্রকট। সে অনুযায়ী তাদের ভেন্টিলেশন, অক্সিডেজন ও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

সুশান্ত কুমার মহাপাত্র বলেন, আশঙ্কাজনক ৫ জন ছাড়া আর বাকিদের অবস্থা উন্নতির দিকে। নির্ধারিত সময় তাদের অবজারভেশনে রেখে এবং চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।