তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার তৈরীর লক্ষ্যে দ্বিতীয় বারের মতো আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সিলেট বিভাগ ফুটবল লীগ। সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই লীগে অংশগ্রহণ করেছে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের ফুটবল ক্লাব।

লীগ পর্যায়ের এ টুর্নামেন্টে সিলেট মোহনবাগান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়েছে বিয়ানীবাজারের জলঢুপ স্পোর্টস একাডেমির ২৫জন ফুটবলার। উদ্বোধনী খেলা সিলেট স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে। উদ্বোধনী খেলায় সিলেট মোহনবাগান স্পোর্টিং ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাব একে অন্যের মুখোমুখি জবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় একাডেমির প্রতিষ্ঠাতা জামাল হোসেন জামাল ‘বিয়ানীবাজার নিউজ২৪’কে এ তথ্য নিশ্চিত করেছে।

জামাল হোসেন জামাল বলেন- বিয়ানীবাজার থেকে প্রথমবারের মতো আমার ক্লাবের ২৫জন ফুটবলার সিলেটের মোহনবাগান স্পোর্টিং ক্লাবের হয়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। তিনি বলেন- এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে আমাদের অঞ্চলের তরুণ ফুটবলারদের মধ্যে এক নবজাগরণের সৃষ্টি করবে। পাশাপাশি স্থানীয় ফুটবলারদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।