শনিবার সিলেট বিভাগে নতুন করে ৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় এ চারজনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য জানিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশ লাল রায় বলেন, শনিবার ওসমানীতে মোট ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধৌে ৪জনের রিপোর্ট পজেটিভ আসে। পজেটিভ আসা ৪ জনের মধ্যে দু’জন হবিগঞ্জের ও দুজন মৌলভীবাজারের। হবিগঞ্জে শনাক্ত হওয়াদের মধ্যে একজন সেবিকা (নার্স) রয়েছেন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্তরা লাখাই ও বাহুবল উপজেলার বলে জানান তিনি।

এনিয়ে পুরো বিভাগে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩০ জন। এরমধ্যে সর্বোচ্চ ৭৪ জন শনাক্ত হয়েছেন হববিগঞ্জ জেলায়। সিলেট বিভাগে শুক্রবার একদিনেই ১১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-