সিলেট নগরের সুবিদবাজারে ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার পর শত শত মানুষ সড়কে নেমে এসে বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ জনতা দুটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছেন। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন।

সোমবার রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় ট্রাকের ধাক্কায় দুজন নিহত হন। নিহত দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহত দুজন হলেন নগরীর বনকলাপাড়ার বাসিন্দা সজিব ও লুৎফুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাজিলচিশত পয়েন্টে একটি পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে পুলিশের বাধায় আরও বিক্ষুব্ধ হয়ে ওঠছেন মানুষ। সিলেটের সড়কে বারবার ট্রাকের বেপরোয়া চলাচল ও দুর্ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করছেন তারা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, আমি এইমাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাক চাপায় দুজন মারা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে ভাঙচুর করছে। পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছে।

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন: আনুষ্ঠানিক প্রচারণা শুরু