সিলেট জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর। এ নির্বাচনে দলীয়ভাবে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় সিলেট জেলা পরিষদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়। সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাঁর ফেসবুক ওয়ালে লিখেন ‘আলহামদুলিল্লাহ’। এতেই তাঁর কর্মী সমর্থকসহ শুভানুধ্যায়ীরা বুঝে যান জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনীত প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে এডভোকেট নাসির উদ্দিন খান বলেন- বিষয়টি চূড়ান্তভাবে বলতে পারছি না। তবে একটি সূত্র আমাকে জানিয়েছে, আমার বিষয়টি পজেটিভ। সেজন্য আমি আল্লাহ তায়লার শোকরিয়া আদায় করেছি।

বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকেই চূড়ান্ত করা হয়েছে।

প্রসঙ্গত, সিলেট জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজকোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী ও বর্তমান প্রশাসক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন মনোনয়ন পাওয়ার জন্য দলের মনোনয়ন পত্র সংগ্রহ করলেও মিছবা সিরাজ মনোনয়নপত্র দাখিল করেননি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামে।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) গত ২৩ আগস্ট এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

‌মসজিদের শহর বিয়ানীবাজার।। পর্ব#৫১।। এ পর্বে রয়েছে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুর পুর জামে মসজিদ