সিলেট জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর বিরুদ্ধে এবার চেক জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। পাঁচ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে আজ মঙ্গলবার মামলাটি দায়ের করেছেন নগরীর টিলাগড় মিরাপাড়া এলাকার রুহুল আমিন।

আদালতে মামলা দায়েরের সময় বাদীর আইনজীবী ছিলেন এডভোকেট প্রবাল চৌধুরী পূজন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষানবীশ আইনজীবী রশিদুল ইসলাম রাশেদ, প্রবীর বণিক ও পলি বেগম।

শিক্ষানবীশ আইনজীবী রশিদুল ইসলাম রাশেদ জানান, দায়েরকৃত মামলার নং-১৪২৭/২০১৭। এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

তিনি জানান, রায়হান চৌধুরীর কাছে ২০ লাখ টাকা পান বলে দাবি করেছেন বাদী রুহুল আমিন। সম্প্রতি টাকা পরিশোধের জন্য তিন দফা রায়হান চৌধুরীর কাছে আইনী নোটিশ গেছে বলেও জানিয়েছেন বাদী।

প্রসঙ্গত, প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর সিলেটে ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ হত্যাকাণ্ডের ঘটনায় রায়হান চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।