সিলেট-জকিগঞ্জ সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রিবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশু ঘটনাস্থলে নিহত ও বাসের অন্তত ৩০ যাত্রি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে নারী, পুরুষ ও শিশুসহ ৫ জনকে। প্রাথমিকভাবে হতাহতের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ প্রতিবেদন লিখা পর্যন্ত আহত অন্যদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জকিগঞ্জ উপজেলার বাবুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটি সিলেট থেকে জকিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় বিকেলে। বিকেল সাড়ে ৪টায় বাবুর বাজার নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে বাসটি সম্পূর্ণ উল্টে যায়। এসময় বাসের যাত্রিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

ঘটনাস্থলে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ওসি মীর মো. আব্দুন নাসের, ওসি (তদন্ত) সুশংকর পাল ও ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।