সিলেট কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি আত্মহত্যা করেছেন। কারাগারের সেলের ভেতরে গ্রিলের সাথে ঝুলে রুবেল মিয়া নামে এই কয়েদি আত্মহত্যা করেন বলে জানান সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।

তিনি শনিবার (৯ জানুয়ারি) জানান, কারাবন্দির আত্মহত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে শাহিনুল হক নামে এক কারারক্ষীকে বহিস্কার করা হয়েছে। এঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হবে বলে জানান তিনি।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রুবেল মিয়া কারাগারে নিজ সেলের ভেতরে আত্মহত্যার চেষ্টা চালান। মুমুর্ষু অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিনিয়র জেল সুপার জানান, মারা যাওয়া রুবেল মিয়া একটি হত্যা মামলায় ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। ৪ বছর ধরে তিনি সিলেট কারাগারে শাস্তি ভোগ করছেন।

রুবেল কুমিল্লা জেলার লাকসাম এলাকার হাসেম মিয়ার পুত্র। তার কয়েদি নং- ৪০১০/এ। রুবেলের মরদেহ ময়না তদন্ত শেষে ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিয়ানীবাজারে বীর মুক্তিযোদ্ধা শহিদ আলী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল