ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরো ৪১ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তন্মধ্যে ৫ জন চিকিৎসকও রয়েছেন। আজ বৃহস্পতিবার তারা শনাক্ত হন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৪১ জনের শরীরে পাওয়া যায় করোনাভাইরাস।

আক্রান্ত ৫ চিকিৎসক হলেন- ডা. শাহিনারা ইসলাম, ডা. নমিতা রায় চৌধুরী, ডা. হিতাংশু শেখর পাল, ডা. কানিজ ফাতেমা চৌধুরী ও ডা. তুহিন বড়ুয়া তমাল।

শনাক্তকৃত নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৩২ জন, কানাইঘাটের ২ জন, গোলাপগঞ্জের ১ জন, দক্ষিণ সুরমার ১ জন ও বিয়ানীবাজারের ১ জন রয়েছেন।

এছাড়া সুনামগঞ্জের ছাতকের ১ জন, মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়ার ১ জন করে এবং হবিগঞ্জের নবীগঞ্জের ১ জন রয়েছেন।

এদিকে, সবমিলিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা এখন ২৮৪২ জন। তন্মধ্যে সিলেট জেলায় ১৬৪১ জন, সুনামগঞ্জে ৭১১ জন, মৌলভীবাজারে ২২৯ জন এবং হবিগঞ্জে ২৬১ জন রয়েছেন।

সিলেট বিভাগের মৃত্যুর সংখ্যা ৫৫। আর সুস্থ হয়েছেন ৬০৮ জন।

বিদায়বেলা অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথের অশ্রুসিক্ত কৃতজ্ঞতা