সিলেট জেলায় পাঁচ হাজার পরিবারের প্রত্যেকটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। আগামীকাল সোমবার থেকে শুরু হবে এই টাকা বিতরণ।

মূলত এবারের বন্যায় যেসব পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকেই এই টাকা প্রদান করা হবে।

এমন তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিলেটে ৫ কোটি টাকা অনুদানের চেক পাওয়া গেছে। অনুদানের টাকা পাঁচ হাজার পরিবারকে দেওয়া হবে। প্রতি পরিবার পাবে ১০ হাজার টাকা।

প্রসঙ্গত, এবারে ভয়াবহ বন্যায় সিলেট জেলায় প্রায় ৪১ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫ লাখ পরিবারের ৩০ লাখ মানুষ ছিলেন পানিবন্দি।