সিলেটে আরো একটি ‘ইকোনমিক জোন’ বা ‘অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার অনুমোদন দিতে যাচ্ছে সরকার। এ অর্থনৈতিক অঞ্চল সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকে প্রতিষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ছাতক ইকোনমিক জোন’ নামে এই নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হবে। নিটল-নিলয় গ্রুপ এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে। এজন্য ১৩৮ দশমিক ৬৮ একর জমিও কিনেছে ওই গ্রুপটি।

জানা গেছে, এই জমির মালিক ছিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। তাদের কাছ থেকে জমি কিনেছে নিটল-নিলয় গ্রুপ।

‘ছাতক ইকোনমিক জোন’সহ সরকার ৯টি অর্থনৈতিক অঞ্চলের প্রাথমিক অনুমোদন দিতে যাচ্ছে। তন্মধ্যে একটি সরকারি, বাকিগুলো বেসরকারি খাতে প্রতিষ্ঠিত হবে।

এ বিষয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী গণমাধ্যমকে বলেন, বেজার গভর্নিং বোর্ড স্থান অনুমোদন দেওয়ার পর সম্ভাব্যতা যাচাই সমীক্ষা করে অর্থনৈতিকগুলো যোগ্য মনে হলে উন্নয়নকাজ শুরু হবে।

প্রসঙ্গত, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় ‘শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠিত হচ্ছে। এজন্য জমি বরাদ্দের কাজও শেষ হয়েছে।