সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের আওতাধীন জেলা সমূহের ট্রাফিক বিভাগে নিয়োজিত পুলিশ সদস্যদের পিওএস মেশিন ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় রেঞ্জাধীন জেলা সমূহে ট্রাফিক বিভাগের আধুনিকায়নে পিওএস মেশিন ব্যবহারের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা প্রদান করা হয়। সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম এ কর্মশালার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (অপস এন্ড ট্রাফিক) শাহিনুর আলম খান, পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস) মো. জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস) মো. আসাদুজ্জামান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন-নবী, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান।

উক্ত কর্মশালায় ৫জন ট্রাফিক ইন্সপেক্টর(টিআই), ৮জন পুলিশ সার্জেন্ট, ৪জন টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) হাতে কলমে পিওএস মেশিন ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেন।

খুব শীঘ্রই সিলেট বিভাগের চারটি জেলায় পিওএস মেশিনের মাধ্যমে ট্রাফিক বিভাগের প্রসিকিউশন কার্যক্রম শুরু হবে।

ছেলে অসুস্থ, দিশেহারা মা-বাবা : পাশে দাঁড়ালো বিয়ানীজারের ‘স্পন্দন’