মোটরসাইকেলের চোরচক্রের সদস্য কয়েস আহমদ তালুকদারের (৩৪) তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশ পরিত্যক্তবস্থায় একটি নীল রংয়ের পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে।

সোমবার রাতে বিমানবন্দর থানার একদল পুলিশ দক্ষিণ সুরমার নাজিরবাজারস্থ মেসার্স ড্রাগ লাইন ফার্মেসীর সামন থেকে উদ্ধার করে। বিমানবন্দর থানা ওসি (তদন্ত) সৈয়দ মাহবুবুর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খোরশেদ আলম এ অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশের (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন, গত ২ জানুয়ারি বিকেলে বিমানবন্দর থানাধীন বড়শলা এলাকা থেকে ভোলাগঞ্জের মৃত মছরব আলীর ছেলে মুজমিল মিয়ার ব্যবহৃত পালসার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকার মুহিদ আলীর ছেলে কয়েস আহমদ তালুকদারকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মোটরসাইকেল উদ্ধার করে।

আঁখ চাষ এখন নিজ বাহাদুরপুরের কৃষকদের নেশা