বন্যার পানি নামার পর সিলেট নগরীর আক্রান্ত এলাকায় দেখা দিয়েছে দুর্গন্ধ। দুর্গন্ধের কারণে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার লোকজন বাসাবাড়িতে ঠেকা দায় হয়ে দাঁড়িয়েছে। ময়লা-আবর্জনা পচে এই দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।

এই অবস্থা থেকে নগরবাসীকে পরিত্রাণ দিতে মঙ্গলবার থেকে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি করপোরেশন।

ময়লা আবর্জনা পরিস্কারের পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটিয়ে এলাকা জীবানু ও দুর্গন্ধমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন করপোরেশনের কর্মীরা।

সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা হানিফুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। বন্যার পানি নামার পর যেসব স্থানে ময়লা-আবর্জনা জমে ছিল সেগুলো পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।

বুধবার নগরীর উপশহরে বৃহৎ পরিসরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।