সিলেট নগরে এক সবজি বিক্রেতা ছিনতাইয়ের শিকার হয়েছেন’, এমন খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যেই তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরের ধোপাদিঘীরপাড়ে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানা জানায়, জীবন মিয়া নামের এক সবজি বিক্রেতা ভ্যানে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধোপাদিঘীরপাড়ের মাজার গলিতে সবজি বিক্রি করছিলেন। এ সময় চার ছিনতাইকারী সবজি বিক্রেতার গলায় ধারালো চাকু ধরে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের ধরতে অভিযান চালান। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলের পাশ থেকে এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- সিলেটের গোলাপগঞ্জের রনিখাই খালেরমুখের আবুল হোসেনের ছেলে আল-আমিন আহমদ (২১), কুমিল্লার লাকসামের আশকান্ত গ্রামের নূর ইসলাম ইমন (২০) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কামলামোড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি (২৪)।

এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু ও ছিনতাইকৃত ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে সবজি বিক্রেতা জীবন মিয়া (২৪) বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

করোনাকালেও বিয়ানীবাজারের প্রতি প্রবাসীদের ভালোবাসার হাত