সিলেটের দক্ষিণ সুরমায় এক মোটরসাইকেল চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন জনতা। এসময় চোরাইকৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত শনিবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন নাজিরবাজারস্থ নাছির এন্টারপ্রাইজের ব্যবসায়ী নাছির আলী (৩৩)-এর তার কালো রংয়ের মোটরসাইকেল (রেজি নং-সিলেট-ল-১১-১৭১৯)-টি দোকানের সামনে রেখে দোকান ঘরে প্রবেশ করেন। এর ১০-১৫ মিনিট পর মোটরসাইকেলটি দোকানের সামনে থেকে চুরি করে পালিয়ে যায় মো. কয়েছ আহমদ তালুকদার নামের এক মোটরসাইকেল চোর।

এসময় মোটরসাইকেল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে সিলেট শহরের দিকে আসাতে থাকা চোরকে ধাওয়া করেন নাসির ও স্থানীয় কয়েকজন। পরে দক্ষিণ সুরমা থানাধীন তেতলী চেরাগী নামক স্থানে এসে চোরকে ধরতে এবং মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হন তারা। পরে তাকে দক্ষিণ সুরমা থানাপুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

আটক মো. কয়েছ আহমদ তালুকদার (৩৪), সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর (পূর্বপাড়া) গ্রামের শহিদ আলী তালুকদারের ছেলে।

পরে কয়েছের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা দায়েরপূর্বক তাকে আদালতে সোর্পদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন।

বাদেপাশায় শীতার্তদের পাশে দাঁড়ালো আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশন