ভয়াবহ হয়ে ওঠছে সিলেটের করোনা পরিস্থিতি। গত চব্বিশ ঘন্টায় প্রায় দেড়শ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। যা গত প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ১০৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪৮ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। শনাক্তের হার ১৩.৮১।

শনাক্তকৃতদের মধ্যে ১২৫ জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের ৮ জন ও মৌলভীবাজারের ৮ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে ওঠেছেন ৪২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুসারে, সিলেট বিভাগে এখন অবধি ৫৫ হাজার ৬৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫০ হাজার ১৫০ জন। মারা গেছেন ১ হাজার ১৮৬ জন।

সিলেটে সংক্রমণ বৃদ্ধির পেছনে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘সিলেটে ওমিক্রন ছড়িয়ে যাওয়ায় সংক্রমণ বাড়ছে বলে মনে হচ্ছে। ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ওমিক্রনকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন না, হালকাভাবে নিচ্ছেন। কিন্তু সত্য বিষয় হচ্ছে, করোনাভাইরাসের সব ভ্যারিয়েন্টই বিপজ্জনক। কারো যদি শারীরিক জটিলতা থাকে, ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকে, তবে ওমিক্রনে মৃত্যুও হতে পারে। এজন্য সবাইকে সতর্ক হতে হবে, সচেতন থাকতে হবে।’