সিলেট বিভাগে আরও ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (২১ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭২জন (এর মধ্যে সিলেটের ৫৩, হবিগঞ্জের ৬ এবং মৌলভীবাজারের ১৩ জন) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৫ জনের রিপোর্ট পজিটিভ আসে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৯০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে সিলেটের ৫৩, হবিগঞ্জের ৬ এবং মৌলভীবাজারের ১৩ জন রয়েছেন।

এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ ও সিলেট মিলে ১৯০টির পরীক্ষা করা হলে ৩৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এরমধ্যে সুনামগঞ্জের ৮৮ টি নমুনা পরীক্ষা করে ১২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আর সিলেটের ১০২টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গেছে।

করোনায় আটকে আছে বিয়ানীবাজারের উন্নয়ন কাজ