সিলেটে করোনাভাইরাসে ফের মৃত্যু হয়েছে। এবার করোনা কেড়ে নিয়েছে এক নারীর (৯০) প্রাণ। তিনি সিলেট সদর এলাকার বাসিন্দা ছিলেন।

বুধবার (১৩ জুলাই) বিকালে তিনি সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই নারী ঈদের আগের দিন হাসপাতালটিতে ভর্তি হন। পরে তার শরীরে করোনা শনাক্ত হয়। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসাপাতালের আবাাসিক চিকিৎসক মো. মিজানুর রহমান।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট ৬৭ হাজার ১৬০ জনের করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৫ হাজার ৫১০ জন।

এ পর্যন্ত করোনায় সিলেট বিভাগে মারা গেছেন মোট ১ হাজার ২৪০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯২১, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন।

এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ পর্যন্ত ১২৩ জন।