সিলেটে দফায় দফায় বেড়ে এবার কমতে শুরু করেছে ডিমের দাম। শেষ পর্যন্ত ডজনপ্রতি নেমে এসেছে ১৫০ টাকায়। ফেসবুকে মানুষের ‘ডিম বয়কটের’ ঘোষণায় এমনটি হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের।

গত মঙ্গলবার পর্যন্ত প্রতি ডজন ডিমের দাম ছিল ১৬০ টাকা। তবে বৃহস্পতিবার (১৮ আগস্ট) তা কোথাও কোথাও বিক্রি হয়েছে ১৪৫ টাকায়ও। আর খুচরা বাজারে ডিমের হালি বিক্রি হচ্ছে ৪২-৪৫ টাকায়।

অস্বাভাবিক দামের কারণে চাহিদা কমে যাওয়ায় ডিমের দাম এখন নিম্নমুখী বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সিলেট নগরীর বন্দরবাজারসহ কয়েকটি ডিমের আড়ৎ ঘুরে জানা যায়, দাম বাড়ার পর থেকে বিক্রি কমেছে ডিমের। এছাড়া এখন বাজারে ডিমের সরবরাহ বেড়েছে। ফলে বুধবার পাইকারি বাজারে প্রতি ডজন ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা কমেছে।

ডিমের আড়তের কয়েকজন ব্যবসায়ী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিম না খাওয়ার প্রচার করছেন অনেকেই। এতে অনেকেই সাড়া দিয়েছেন বলে মনে হয়। কারণ, বিক্রি কমেছে। যদিও ফার্মের মুরগির ডিমের দাম কমলেও কমেনি দেশি মুরগি কিংবা হাঁসের ডিমের দাম।

বাজার ঘুরে দেখা যায়, হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা। আর হালি খুচরো বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকায়।

বিয়ানীবাজারে