সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় ৫০ জন করোনাভাইরাসে পজেটিভ হয়েছেন। রবিবার (১৪ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১ হাজার ৪২২ জনে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে রবিবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জনই সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুইজন বিশ্বনাথ উপজেলার।

এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৪১৮ জনের। এরমধ্যে সুনামগঞ্জের ৫৬৬ জন, হবিগঞ্জের ২৩৯ জন ও মৌলভীবাজারের ১৯১ জন রয়েছেন।

আজ সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৪৮ জনের। এ পর্যন্ত সিলেট জেলায় সুস্থ হয়েছেন ১৪৮ জন। সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৪৮৯ জন।

প্রসঙ্গত, সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় গত ৫ এপ্রিল। প্রথম মৃত্যু হয় ১৫ এপ্রিল।

বিয়ানীবাজার হাসপাতালে টেস্টিং বুথ স্থাপন করলেন সরওয়ার