সিলেট জেলায় করোনাক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে দেড় হাজার। আজ মঙ্গলবার নতুন করে শনাক্ত হওয়া ৪০ জনকে নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা এখন ১৫৩৪।

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪৩ জনের মধ্যে করোনার অস্তিত্ব ধরা পড়ে। তন্মধ্যে ৩ জনের ফলোআপ ফলাফল (এরা আগে আক্রান্ত হয়েছিলেন, পুনরায় টেস্টেও পজিটিভ) এসেছে। বাকি ৪০ জন নতুন হিসেবে শনাক্ত হয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীতে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের মধ্যে করোনা শনাক্ত হয়।

ল্যাব সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২৭ জন ও বিশ্বনাথের ১২ জন আছেন। এছাড়া সুনামগঞ্জের নতুন একজনেরও করোনা শনাক্ত হয়েছে। আর ফলোআপ ফলাফল এসেছে বিশ্বনাথের ২ জন ও সদরের একজনের।

এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৩৪ জন, সুনামগঞ্জে ৬৪২ জন, মৌলভীবাজারে ২১৫ জন ও হবিগঞ্জে ২৬১ জন রয়েছেন।

বিয়ানীবাজারে গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় আদালতে অভিযান, জরিমানা