বিয়ানীবাজারে একদিনে দুই ধাপে ১৪জন করোনা রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছেন। রোববার দুপুরে ৫জন এবং রাতে ৯  জনকে সুস্থ হিসেবে ঘোষণা দেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ নিয়ে এ উপজেলায় ৩১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। রোববার রাত পৌনে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই ধাপে শনিবার সুস্থ হওয়া ১৪ জন হচ্ছেন- বিয়ানীবাজার পৌরশহরতলীর খাসার মাহমুদুল হাসান (২৭), নয়াগ্রামের সজিব মিয়া (২৫) ও গোলাম নূরানী (২৭), দাসগ্রামের আফজাল হোসেন (৩০), চারখাই ইউনিয়নের আদিনাবাদের আঙ্গুরা বানু (৫৫), চারখাই ইউনিয়নের লাংলাকোনার আয়াজ আলী (৬১), শেওলার ফরিদুল ইসলাম (২৬), পৌরশহরতলীর খাসার টিএমএসএস কর্মী বিমান দাস (২৫), পৌরশহরের দক্ষিণবাজারের মাথিউরা পালাজার আফজল হোসেন (২১), পৌরসভার নওয়াগ্রামের ওহিদুল ইসলাম (৫৫), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী নাজমা বেগম (২৫), খাসার সিকিম বেগম (৪৫), আলীনগরের হাসিনা বেগম (৭০) এবং মাথিউরা ইউনিয়নের বেজগ্রামের খালেদা বেগম (২৩)।

সুস্থ হওয়াদের মধ্যে ১৩জন সকলকেই নিজেদের বাড়ির আইসোলেশনে এবং একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক চিকিৎসা দিয়েছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪জন।

বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টানলেন অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ