সিলেটে নতুন করে আরো একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়। তিনি সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, বুধবার ওসমানীতে ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এদের মধ্যে নতুন একজন ও পুরনো একজনের রিপোর্ট পজেটিভ আসে। পুরনো যে রোগীর করোনা পজেটিভ এসেছে তিনি শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগেই তার করোনা শনাক্ত হয়েছিলো। বুধবার ২য় দফায় পরীক্ষায়ও করোনা পজেটিভ আসে।

এনিয়ে, সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৬ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় ১৫ জন, হবিগঞ্জে ৫২ জন, মৌলভীবাজারে ১৩ জন ও সুনামগঞ্জে ২৬ জন। আক্রান্তদের মধ্যে ৪জন মারা গেছেন ও ২ জন সুস্থ হয়েছেন।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-