সিলেট নগরীর মহাজনপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। বুধবার দুপুরের দিকে মহাজন পট্টির খাজা টাওয়ারের পাশে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলো ক্রোকারিজ সামগ্রীর গুদাম ছিল জানিয়েছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের ১০ ইউনিট একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত এবং কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি দমকল বাহিনীর কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া গুদাম ঘরগুলোর পাশেই রাসায়নিকের মজুদ ছিলো। ফলে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় মহাজনপট্টি। নগরীর ঘিঞ্জি এই এলাকায় প্রায়ই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মহাজনপট্টিকে অগ্নিকান্ডের জন্য নগরীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিল এন্ড সিভিল ডিফেন্স বিভাগ।

বুধবার মহাজনপট্টিতে আগুন লাগার পর পরিদর্শনে যান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

সূত্র- সিলেট টুডে২৪