উত্তর-পশ্চিম ইংল্যান্ডের উইটসশায়ারে সুইন্ডন বারা কাউন্সিল। এখানে বাংলাদেশিদের সংখ্যা বলা চলে হাতে গোনা। গত ১০ বছরে টানা তিনবার এই কাউন্সিলের সেন্ট্রাল ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জুনাব আলী। ১৯ মে অনুষ্ঠিত কাউন্সিল সভায় তিনি আগামী এক বছরের জন্য ডেপুটি মেয়র নির্বাচিত হন। আগামী বছর তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। সুইন্ডন কাউন্সিলটি কনজারভেটিভ পার্টির নিয়ন্ত্রণে। লেবার পার্টির কাউন্সিলর জুনাব আলী বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের সমর্থন আদায়ে সক্ষম হওয়ায় ডেপুটি মেয়র পদে নির্বাচিত হয়েছি।’

জুনাব আলীর জন্ম সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নে। ১৯৭৪ সালে মাত্র চার বছর বয়সে তিনি মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে যান। প্রায় ১৫ বছর ধরে তিনি লেবার পার্টির রাজনীতিতে যুক্ত।

২০১৪ সালের জুন থেকে গত মাস পর্যন্ত তিনি স্থানীয় লেবার পার্টির ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সুইন্ডন কাউন্সিলে জুনাব আলীই প্রথম শীর্ষ পদে আসীন হলেন। এখানে ৫৭ জন কাউন্সিলরের মধ্যে বাঙালি আছেন দুজন।