পেসার রুবেল হোসেন আগে থেকেই জানতেন মাইলফলকটার কথা। আর তাই যখন সেখানে পা রাখলেন, তাঁর উদযাপনটা হলো বুনো!

বাংলাদেশ প্রিমিয়াল লিগের (বিপিএল) ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার ও একমাত্র পেসার হিসেবে শততম উইকেটের ঘরে পা রেখেছেন রুবেল হোসেন।

কাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের এই পেসার ৪ উইকেট নেন। ৯৭ উইকেট নিয়ে কালকের ম্যাচটি শুরু করেছিলেন রুবেল। তৃতীয় উইকেট নেওয়ার পথে মার্কের স্টাম্প উপড়ে ফেলে বিপিএলে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

এরপর মেতে ওঠেন বুনো উল্লাসে।

ম্যাচ শেষে রুবেল হোসেন বলেন, ‘আমি জানতাম আমার তিনটা উইকেট লাগে। উইকেট পাচ্ছিলাম। যখন শেষ উইকেট (একশতম) উইকেট পেলাম, তখন আসলেই খুব ভালো লেগেছে। সম্ভবত আমি দ্বিতীয় বোলার হিসেবে এমন কিছু করেছি। খুবই ভালো লাগছে।’

বিপিএলে সাকিব আল হাসান আগে শততম উইকেটের ঘরে পা রাখেন। রুবেল সেটা জানতেন, ‘এক নম্বরে তো সাকিব ভাই আছে, আমি জানি। সাকিব ভাইয়েরই থাকার কথা। প্রতি বিপিএলেই উনি এত এত উইকেট নেন। তার পাশে যে কোনো অর্জনেই থাকতে পারা দারুণ ব্যাপার। তবে আমার একটু সময় লেগে গেল। গত দুই বিপিএলে আসলে সেভাবে ম্যাচ খেলারই সুযোগ পাইনি। নাহলে হয়তো আগেই হয়ে যেত এটা। তার পরও, কত কত পেসার খেলেছেন, প্রথম পেসার হিসেবে এটা করতে পেরে ভালো লাগছে।’

প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে রুবেল। তবে ফেরার স্বপ্ন তাঁর এখনও আছে।

তাই বলছিলেন, ‘জাতীয় দলে আমি দীর্ঘদিন খেলেছি। স্বপ্ন দেখতে তো দোষের কিছু নেই। স্বপ্ন তো সবাই দেখে। আমিও দেখি। চেষ্টা করি বা করছি। সামনে আরও খেলা আছে। আমি যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারি, নির্বাচকরা অবশ্যই মাথায় নেবেন।’

‘আমি তো খেলব, যতদিন সুস্থ থাকব। একটা সময় যখন আমি দেখব পারছি না…তখন আমি নিজেই ছেড়ে দেব। আমার কাছে মনে হচ্ছে আমি এখনও সম্পূর্ণ ঠিক আছি।’