সিলেট নগরীর সোবহানীঘাটে ছাত্রলীগ নেতা শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের উপর হামলার ঘটনায় ৭ শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার দিনগত রাতে সিলেট শহরতলির শ্যামলি আবাসিক এলাকার বিভিন্ন মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় (মামলা নং-(১৩(০৮)১৭) তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা শিবির নেতারা হচ্ছেন বিশ্বনাথের মাহতাবপুর এলাকার করম আরীর ছেলে ও সিলেট সরকারি কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ (২৮), তোফায়েল আহমদ (২৪), সেলিম উদ্দিন (২২), রেজাউল করিম (২২), এমদাদ হোসেন (২১), কামিল আহমদ (২০) ও তারেক আহমদ (২২)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গৌসুল হোসেন জানিয়েছেন- গ্রেফতারকৃতদের মধ্যে ফয়সল আহমদ সিলেট সরকারী কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক, তোফায়েল আহমদ ছাত্রশিবিরের সাথী ও সেলিম উদ্দিন ছাত্রশিবিরের কর্মী। বাকি ৪ জনও ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে সোমবার বিকাল ৩ টায় এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছে কোতোয়ালি থানা পুলিশ।