নিরাপদ সড়কের দাবিতে সিলেট নগরীর চৌহাট্টা সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (৬ আগস্ট) সকাল থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিতে শুরু করে।

এতে করে চৌহাট্টা থেকে জিন্দাবাজার, আম্বরখানা, নয়াসড়ক ও রিকাবীবাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে জড়ো হওয়া শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে নানা রকমের স্লোগান দিতে থাকে। এসময় তারা বাসচাপায় নিহত দিয়া ও রাজীবকে চাপা দেয়া বাস চালকের ফাঁসি দাবি করেন।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ/ যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ’, ‘আমরা বিচার চাই’, ‘ছাত্র-শ্রমিক ভাই-ভাই, নিরাপদ সড়ক চাই’, ‘বেপরোয়া গাড়ি, ওরা কিভাবে ফিরবে বাড়ী’ সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

প্রসঙ্গত, ২৯ জুলাই দুপুরে রাজধানীর হোটেল র‍্যাডিসনের বিপরীত পাশের জিল্লুর রহমান উড়াল সড়কের ঢালের সামনের রাস্তার ওপর জাবালে নূর পরিবহনের তিনটি বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থী নিহত ও নয়জন আহত হয়।

নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)। এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

এরই প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে ৯ দফা দাবি নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলনে নামে।