রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার জেরে নিরাপদ সড়ক, ঘাতক বাস চালকদের বিচার করাসহ ৯ দফা দাবিতে টানা ৫ দিন ধরে রাজধানীর সাথে সিলেটেও বিক্ষোভ প্রদর্শন করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সোমবার প্রায় ৩ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন শেষে বেলা ২ টার দিকে তারা অবস্থান থেকে চলে যায়।

সোমবার বেলা ১১ টা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর চৌহাট্টা পয়েন্টে জড়ো হন সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় নিজেদের উত্থাপিত ৯দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

প্রায় হাজার খানেক শিক্ষার্থী নিরাপদ সড়কের দাবিতে স্লোগানমুখর করে তুলেন ব্যস্ততম চৌহাট্টা এলাকা। নগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে জড়ো হন চৌহাট্টা পয়েন্টে। যোগ দেন শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে পয়েন্টের চারদিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ শিক্ষার্থীরা গাড়ির কোনরকম কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেননি।

শিক্ষার্থীরা জানান, আমরা জেনেছি সড়ক পরিবহন আইন মন্ত্রীসভায় অনুমোদন পেয়েছে। একারণে আমরা প্রাথমিকভাবে অবস্থান থেকে ফিরে যাচ্ছি। আইনে আমাদের দাবি-দাওয়ার সম্পূর্ণ প্রতিফলন ঘটেনি। প্রয়োজনে আমরা আবারও রাস্তায় নামবো। আমরা দুর্ঘটনা চাই না। মৃত্যু চাই না। স্কুল-কলেজের ড্রেসে রক্তের দাগ চাইনা।