সিলেটের কোম্পানীগঞ্জে বন্যা পানিতে একই গ্রামের ২শিশুসহ ৩জন ও অপর গ্রামের বজ্রপাতে এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার পৃথকস্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

বন্যায় নিহতরা হচ্ছে-উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের সেলিম মিয়ার এক বছর বয়সী কন্যা সুলতানা ও তিন বছর বয়সী তামান্না, একই গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র ফারুক মিয়া(৫৫)। বজ্রপাতে নিহত হয়েছে-উপজেলার বর্ণি গ্রামের আবরু মিয়ার ছেলে কামরুল ইসলাম (১৪)।,

উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন ও প্রশাসন জানান, শনিবার ভোর ৫টার দিকে উজান থেকে আকস্মিক পাহাড়ি ঢল নেমে আসে। ঢলের পানির তোড়ে ধলাই নদী সংলগ্ন কালাইরাগ গ্রামের দুই শিশু ও এক ব্যক্তি ভেসে যায়। স্থানীয় এলাকাবাসী ফারুক মিয়া ও তামান্নার লাশ উদ্ধার করতে সক্ষম হলেও সুলতানা এখনো নিখোঁজ রয়েছে।

এছাড়া, দক্ষিণ রণিখাই ইউনিয়নের হিংড়া হাওরে মাছ ধরতে গিয়ে শনিবার সকাল ৮টার দিকে কামরুলের মৃত্যু হয়। বেলা ৩টার দিকে এলাকাবাসী তার লাশ উদ্ধার করেন।

কোম্পানীগঞ্জের ইউএনও আবুল লাইছ এবং অফিসার ইনচার্জ চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।