সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা্য় শুক্রবার আরও ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একইদিনে ঢাকায় ল্যাবে পরীক্ষায় সিলেট বিভাগের আরও ৯৯ জন রোগী শনাক্ত হন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২২৬ জন।

ওসমানীর ল্যাবে পরীক্ষায় আরও ১৬ জন শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, শুক্রবার মোট ১৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৬টি পজেটিভ আসে। আক্রান্তরা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা বলে জানান তিনি।

এদিকে, ঢাকায় ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে পাঠানো সিলেট বিভাগের নমুনাগুলোর রিপোর্ট আসে শুক্রবার। ঢাকায় পাঠানো এক হাজার নমুনার মধ্যে ৯৯ জনের পজেটিভ পাওয়া যায়। ফলে একদিনেই সিলেট বিভাগের ১১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। তবে শুক্রবারের আক্রান্তদের মধ্যে কোন জেলায় কতজন তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-