বিয়ানীবাজার নিউজ ২৪। ১০ ফেব্রুয়ারি ২০১৭।

ঘুষ-দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চালু, শ্রমিকদের জাতীয় নিম্নতম মজুরি ষোল হাজার টাকা নির্ধারণ, আদিবাসী-বস্তিবাসীদের ভূমি উচ্ছেদ বন্ধ ও পরিবেশ বিধ্বংশী রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে বিয়ানীবাজারে পথসভা ও লাল পতাকা মিছিলের উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার বিকেল (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে দলের কেন্দ্রিয় ঘোষিত সিপিবি’র দাবি পক্ষের এ কর্মসূচির অংশ হিসেবে পথসভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।  ঘোষিত কর্মসূচিতে অংশ গ্রহণের সবাইকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) বিয়ানীবাজার শাখার সভাপতি মোস্তফা উদ্দিন, সাধাণ আনিসুর রহমান।