ইউরোপের দেশ সাইপ্রাসের সরকারি নিকোশিয়া সংস্থার উদ্যোগে আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিয়ানীবাজারের তরুণ এস আই তানজু চৌধুরী। গত রোববার অনুষ্ঠিত পাঁচ কিলোমিটার দূরত্বের এ ম্যারাথন প্রতিযোগিতায় সাইপ্রাসসহ ইউরোপের বিভিন্ন দেশের ১৫০জন দৌড়বিদ অংশগ্রহণ করেন।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫০জন দৌড়বিদকে পেছনে ফেলে ১৮ মিনিটেই নির্ধারিত সীমানায় পৌছে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন হয় এস আই তানজু চৌধুরী।

এস আই তানজু চৌধুরী সাইপ্রাসের কাসা কলেজে হোটেল মেনেজম্যান্ট ডিপার্টমেন্টে অধ্যর‍্যনরত রয়েছে। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে।