সীমান্ত পথ অবৈধভাবে পাড়িয়ে দিয়ে নদী সাতার কেটে সিলেটে এসে ধরা পড়েছেন ভারতীয় নাগরিক শ্রী সিতারাম লাল চন্দ্র (৫০) নামের এক ব্যক্তি। তিনি ভারতের ছত্রিশ প্রদেশের বিলাসপুর জেলার মরোয়ারী থানাধীন মাটিয়াঢাল এলাকার শ্রী শ্যামলাল চন্দ্র দাসের ছেলে। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দক্ষিণ সুরমা থানায় এএসআই আমিনুর রহমান তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) ভারতীয় নাগরিক সিতারামকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে শুক্রবার (২৬ নভেম্বর) রাতে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকা থেকে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ তাকে গ্রেফতার করে।

রবিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার। তিনি জানান, গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক সিতারাম লাল চন্দ্র ভারতের বিভিন্ন অংশে ঘুরে বেড়ান ৫৩ দিন। এরপর জাফলং সীমান্ত দিয়ে প্রায় একমাস পূর্বে নদী সাতার কেটে অবৈধভাবে সিলেটে এসে পৌঁছান। সিলেটে আসার পর রেলওয়েস্টেশনসহ বিভিন্নস্থানে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়ে। বাংলা ও হিন্দি ভাষায় কথা বলে সিতারাম। তার কাছে কোন পাসপোর্ট কিংবা কোন ধরণের বৈধ কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে কন্ট্রোল অব অ্যান্টি আইনে মামলা দায়ের করেছে পুলিশ।