বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের ঈদগাহ বাজার থেকে নালবহর পর্যন্ত পাকা রাস্তাটি প্রশস্ত না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোটবড় যানবাহন। প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার অধিকাংশ অংশের উভয়পাশে খাল ও ডোবা। ক্ষেতের আইলের মত মাত্র ৮ ফুট প্রশস্তের রাস্তাটির দুই পাশে নেই পর্যাপ্ত হেটে চালাচলের জায়গা ফলে চরম দুর্ভোগে আছেন স্থানীয়রা।

বদরুল হক জানান, সরু এই রাস্তাটি দিয়ে কোনমতে একটি সিএনজি অটোরিক্সা চলাচল করতে পারলেও বিপরীত দিক থেকে অন্য কোন গাড়ি আসলে শুরু হয় বিপত্তি। ঝুকি নিয়ে ক্রক্সিং করতে গিয়ে প্রতিদিনই ঘটছে ছোটবড় দূর্ঘটনা।

এলাকাবাসীর দাবী, রাস্তাটির গাইড ওয়াল করে উভয় পাশে মাটি ভরাট করে এই দূভোর্গ অবসানের।

আব্দুল আহাদ নামে স্থানীয় আরেক বাসিন্দা জানান, সরু রাস্তার কারনে বড় ও ভারী যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিসসহ যেকোন জরুরী সেবায় বিঘ্ন হওয়ার শংকায় রয়েছি আমরা।

মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন জানিয়েছেন, রাস্তাটিতে কয়েক দফায় গাইড ওয়ালসহ সংস্কার কাজ করানো হয়েছে। রাস্তার প্রসস্ত করণের কাজটি শ্রীগ্রই শুরু হবে।

বিয়ানীবাজারে সরু রাস্তায় ভোগান্তিতে সহস্রাধিক চলাচলকারী