বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের সারপারে মুক্তিযুদ্ধের সময়কালীন টর্চার সেলে নির্মিত স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। মঙ্গলবার (২৫ জুন) সকালে স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সরকারের ধারাবাহিকতায় অর্থনৈতিকভাবে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা প্রধানমন্ত্রীর ঘোষিত ২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্বে স্বীকৃতি লাভের যে ঘোষণা রয়েছে তার আগেই এদেশ সে লক্ষ্যে পৌঁছবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে অনেক আন্তরিক বিধায় বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা আজ সর্বত্র সন্মানিত।

উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুম মিয়ার পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশসক এম কাজী এমদাদুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা মুক্তিযোদ্ধা প্রাক্তন কমান্ডার আব্দুল কাদির, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রমেন্দ্র হোম চৌধুরী, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটু কুমার দে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদ খালেদ আহমদ, মুড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুছ, পূর্ব মুড়িয়া হিফজুল কোর’আন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ আহমদ, সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফয়জুল হক শিমুল, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন আহমদ প্রমুখ।

এর আগে মুড়িয়া ইউনিয়নের সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন সিলেটের বিভাগী কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।