সারাদেশের ন্যায় সরকারি সিদ্ধান্তে বিয়ানীবাজার উপজেলায়ও সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার বন্ধ রয়েছে। কিন্তু বিয়ানীবাজার উপজেলার অধিকাংশ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধের খবর জানে না। গতকাল বিকেলে আকস্মিক এ সরকারি ঘোষণায় দূর্ভোগে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে এসেও ফিরত যেতে হচ্ছে তাদেরকে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, আজ বৃহস্পতিবার বিয়ানীবাজার সরকারি কলেজের প্রধান ফটক সকাল থেকে বন্ধ রয়েছে। ফটক বন্ধ থাকায় শিক্ষার্থীরা কলেজের সামনে দাঁড়িয়ে রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে কলেজ ফটকের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষার্থী এ প্রতিবেদককে জানান, ‘কলেজ বন্ধের খবরটি তারা জানেন না। তাই বাধ্য হয়ে তাদেরকে বাড়িতে ফিরত হযেতে হচ্ছে।’

এর আগে পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যায়লে সামনে কয়েকজন শিক্ষার্থী এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এ প্রতিবেদকের এক প্রশ্নে শিক্ষার্থীরা জানান, ‘গতকাল শ্রেণিকক্ষে স্যারেরা আজ স্কুল বন্ধ থাকবে- এমন খবর তাদেরকে জানাননি।’