‘এসো সবুজে বাঁচি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বল্প পরিসরে আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বৃক্ষপ্রেমীদের ভার্চুয়াল প্লাটফর্ম ‌’তরুলতা’র দ্বিতীয় বর্ষপূর্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত ১৭ জুলাই রাজধানী ঢাকার ধানমণ্ডির একটি অভিজাত রেস্তুরায় আয়োজিত এই অনুষ্ঠানে কেক কেটে তরুলতা সদস্যরা দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেন।

তরুলতার ক্রিয়েটর শাহজানুল ইসলাম লায়েকের পরিচালনায় এবং সিনিয়র এডমিন ডা. সাদেকা দিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি শিরীন আফরোজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুলতার এডমিন সালমা আলম চৌধুরী, আব্দুল মান্নান মিন, মুনমুন রহমান, ফাহমিদা ফারুক অনি, রাজিয়া সুলতানা, কাজি সালমা, এমডি সাগর, শবনম মুন্নি, ফাতেমা খান, নাসরিন আক্তার, শরিফুন নেছা, সুমন আহমেদ, মিজান খান, ইয়াসমিন আক্তার, মেহেরুন নেছা, রুকসানা খান, শাহাদাত হোসেন, রায়হান খান প্রমুখ।

অনুষ্ঠানের শেষদিকে তরুলতার আয়োজিত বিভিন্ন ইভেন্টের বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার এবং ১৮জন সফল বাগানী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে সম্মাননাস্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।

তরুলতা বৃক্ষপ্রেমীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান পরিণত হয় সবুজপ্রেমীদের মিলনমেলায়।