সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ (রিভারবেল্ট গ্রুপ)।

শনিবার (১৫ আগস্ট) সকালে পৌরশহরের উত্তরবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক আমান উদ্দিন, সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন তারেক, ছায়দুল ইসলাম, জাবেদ বকসী ও রাহাত খান তাজ, ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন আজাদ জিসান, মাথিউরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাবের আহমদ, ছাত্রলীগ নেতা স্বপন আহমদ ও এএস চৌধুরী হিরন প্রমুখ।

পুস্পস্তবক অর্পণের পর ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের মাগফিরাত কামনা করে মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিয়ানীবাজারে করোনা ভাইরাসে মৃত্যুর হার ৫% বেশী!