চাঁদ রাতে চলছে কেনাকাটা। ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতাও রয়েছেন ব্যস্ত। মধ্যরাত পর্যন্ত শপিংমল ও বিপনী বিতানে প্রচুর ভীড়। ক্রেতাদের এ ভীড় থাকবে শেষ রাত পর্যন্ত। অনেক ব্যবসা প্রতিষ্ঠান সকাল পর্যন্ত খোলা থাকবে।

সরেজমিনে পৌরসভার জামান প্লাজা, আব্দুস সাত্তার শপিং কমপ্লেক্স ও আল আমিন সুপার মার্কেটসহ বিরতির বিতানগুলোতে নারী- পুরুষ, তরুণ তরুণীদের উপরে পড়া ভীড়। এমনকি শিশুরাও এসেছে পছন্দের পোশাক কিনতে।

মধ্যরাতের ক্রেতাদের এ ভীড় থাকতে শেষ রাত পর্যন্ত- জানালেন আল আমিন সুপার মার্কেটের ব্যবসায়ী শামীম আহমদ। সকাল পর্যন্ত ক্রেতাদের সেবা দিতে দোকান খোলা রাখার কথা জানান জামান প্লাজার ব্যবসায়ী আজাদ আহমদ। 

চান রাতে কেনাকাটায় অন্য রকম এক আকর্ষণ রয়েছে জানিয়ে ইয়াছমিন সুলতানা বলেন, প্রতি ঈদে চান রাতে কেনাকাটা করি। সবাইকে নিয়ে পছন্দের কাপড় ও কসমেটিক্স কিনে ভোর রাতে বাড়ি যাব।

ব্যবসায়ী মুকিত মোহাম্মদ বলেন, এবার অন্যবারের তুলনায় ক্রেতাদের ভীড় অনেক বেশি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ক্রেতারা অনেক আনন্দ নিয়ে কেনাকাটা করছেন।