বিয়ানীবাজার নিউজ ২৪। ০২ এপ্রিল ২০১৭।

মাহা-উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল টুর্নামেন্টে আজ রবিবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলায় শেখ জামাল বিয়ানীবাজারকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মুড়িয়া ফুটবল দল।

বিকালে পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমার্ধে গোল শূন্য ড্র থাকে। কাদাযুক্ত মাঠে খেলার গতি কম থাকলেও উত্তেজনায় ঠাসা ছিল। দ্বিতীয়ার্ধে শুরুতেই দুই দল গোল করতে আপ্রাণ চেষ্টা চালায়। আক্রমন প্রতি আক্রমনে খেলা দারুণ জমে ওঠে। এক পর্যায়ে দ্বিতীয়ার্ধের পনের মিনিটের মাথায় মুড়িয়ার বিদেশী খেলোয়াড় লাকির একমাত্র গোলে এগিয়ে যায় মুড়িয়া। মাঝ মাঠ থেকে রহমতের আড়াআড়ি বলি খুঁজে পায় লাকিকে। বক্সের ভেতরে ফাঁকা থাকায় চমৎকার চিপে কবলটি জালে পাঠান।

গোল পরিশোধ করতে জামাল আক্রমণ সানানোর চেষ্টা করলে মুড়িয়া অর্ধে আসার পর তাদের আক্রমন ব্যর্থ হয়। শেষ পর্যন্ত এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মুড়িয়া।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মুড়িয়া অতিথি খেলোয়াড় রহমত। ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, পিএইচজি উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।

আগামীকাল একই মাঠে বিয়ানীবাজার মোহামেডানের মোকাবেলা করবে দক্ষিণভাগ বড়লেখা ফুটবল একাদশ।